১৯৯৮ সাল । ব্যথায় আধমরা অবস্থা । বন্ধুর দিদি সেটা জানতেন । আমাদের একটু নিভৃতে থাকার সুযোগ করে দিয়ে, বন্ধুকে নিয়ে কী একটা অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন । গোটা বাড়িতে তখন শুধুমাত্র দু'টি প্রাণী । তাঁর হাতে একটা ছবির অ্যালবাম ছিল । দেখা হয়ে যাওয়ার পর সেটা নিঃশব্দে আমার হাতে চালান করলেন । আমার অনেক কথা বলার ছিল , কিন্তু বলতে পারলাম না । ছবি দেখতে থাকলাম । কিছুক্ষণ পর, সব বুঝে গেছি টাইপের হাসি হেসে তিনি বললেন -- "শঙ্খ , এই নিয়ে তিনবার হল দেখলি অ্যালবামটা !" আমি চেষ্টা করে হেসে রুমাল দিয়ে কপালটা মুছলাম শুধু । 'অন্তহীন' ছবিটা দেখেছেন ? এক জায়গায় রাহুল বোস আর রাধিকা আপ্তেকে অন্য ঘরে পাঠিয়ে , অপর্ণা সেনকে রাহুল অভিনীত চরিত্রটি সম্বন্ধে বলেন --- "আরে ধুর , ওর বাবা সি পি আই করত ! ও কিস্যু করতে পারবেনা !" --- আমার অবস্থাটাও একেবারে ওরকম ছিল !
পুরনো গিটার নিয়ে বসে কোথায় যেন অঞ্জন দত্ত গাইছেন ---
আমার আকাশকুসুম স্বপ্ন দেখার খেলা থামেনি , শুধু তুমি চলে যাবে , আমি স্বপ্নেও ভাবিনি...
https://sankhamanigoswami.blogspot.com/2020/10/pub-9792609886530610_22.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.