রবিবার, ৪ অক্টোবর, ২০২০

অন্য রূপে

              বিখ্যাত মানুষদের একটু অন্যভাবে আবিষ্কারের মধ্যে একটা আলাদা মজা থাকে ২০০৫ সাল এক প্রৌঢ় প্রতিদিন শিয়ালদা দক্ষিণ শাখায় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আমাদের সঙ্গে লোকাল ট্রেনে ওঠেন , একদম ফুটবোর্ডের ওপর দাঁড়ান ট্রেন চলতে শুরু করলে শুধু দরজার মাঝখানের হাতলটা বন্ধুর গলার মত জড়িয়ে ধরেন তাঁর অর্ধেক শরীর বেরিয়ে থাকে ট্রেনের বাইরে , মোবাইলে মুহুর্মুহু ফোন আসে , ঝুলতে ঝুলতেই, বুক পকেট থেকে বাঁ হাত দিয়ে ফোন ধরেন এবং ঢাকুরিয়া আসলে নেমে যান প্রতিদিন কলকাতায় লোকাল ট্রেনের দরজায় এভাবে ঝুলে যাতায়াতের প্রবণতা বয়স্ক মানুষদের ক্ষেত্রে একটু কম দেখা যায় , তাই ওনার এই তরুণ মনটাকে , মনে মনে বাহবা দিতাম আমি সাধারণত ট্রেনের শেষ কামরায় উঠতাম , উনিও তাই একদিন আমার কাছ থেকে জলও চেয়ে খেলেন টুকটাক কথাবার্তা হত তারপর একদিন টিভি দেখতে বসে দেখি, এক খবরের চ্যানেলে আলোচকদের প্যানেলে উনি বসে ! এই পুজোর মরসুমেই সঞ্চালক দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিয়ে ভদ্রলোকের নাম বললেন --- বিশিষ্ট পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী আমি !

               মানে, এত বড় পণ্ডিত মানুষদের মধ্যে একটু রাশভারী ব্যাপার থাকে , কিন্তু আমরা যে দিনের পর দিন নিজের চোখে দেখেছি মানুষটা কী রোমাঞ্চপ্রিয় , মানুষটা কতটা ঝুঁকি নিতে ভালবাসেন , রোজ । এই ধরণের মানুষেরা সাধারণত অন্যদের ট্রেনের ফুটবোর্ডে দাঁড়াতে বারণ করবেন , এবং নিজে কক্ষনও দাঁড়াবেন না , এঁদের কাছে যেতে মানুষের ভয় লাগবে , --- এটাই স্বাভাবিক , এই ছবিটাই পরিচিত । নৃসিংহপ্রসাদ ভাদুড়ী তাঁদের মধ্যে উজ্জ্বল ব্যতিক্রম ।  

https://sankhamanigoswami.blogspot.com/2020/10/pub-9792609886530610_7.html


courtesy : wikipedia.org


Nrisingha Prasad Bhaduri

Indian historian


https://g.co/kgs/o9PGh9


নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

নৃসিংহপ্রসাদ ভাদুড়ী বই

নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মহাভারত


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...