বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

মশা নিধন ও গাপ্পি মাছ ।


দ্য রয়াল সোসাইটি পাবলিশিং – এর ‘বায়োলজি লেটারস’ জার্নালে প্রকাশিত একটি নিবন্ধের মতে , মশা নিয়ন্ত্রণে গাপ্পি মাছের অনিয়ন্ত্রিত প্রয়োগ ক্ষেত্রবিশেষে স্থানীয় বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে । অনেক সময়ে ডেঙ্গি – জাইকার মত রোগের মহামারি ঠেকাতে গাপ্পি মাছ(পোয়েসিলিয়া রেটিকুলাটা) দ্রুত বিভিন্ন জলাশয়ে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় প্রশাসনিক স্তরে । কিন্তু একই দ্রুততায় মশা নিয়ন্ত্রণে প্রথাগত সতর্কতামূলক পদক্ষেপ করাই বাঞ্ছনীয় বলে এই জার্নালের মত । যেমন বাড়ি বা লোকালয়ের আশপাশে জল জমতে না দেওয়া , জানলায় জাল লাগানো ইত্যাদি । কারণ গাপ্পি মাছ , গাম্বুশিয়া মাছ অনেকসময় প্রকৃতিতে নেতিবাচক প্রভাব ফেলে । এই নিবন্ধে তাই মশার জীবনচক্রকে নিয়ন্ত্রণ করার ওপরেই বেশি জোর দেওয়া হয়েছে । কারণ দেখা গেছে কিছু ক্ষেত্রে এই প্রজাতির মাছ মশার লার্ভার সাথে সাথে অন্যান্য জলজ প্রাণীর অস্তিত্বও বিপন্ন করে । তাই খাল – বিল – নদী ইত্যাদিতে নয় , বরং স্বল্প পরিসরে , যেখানে দ্রুত প্রজননের মাধ্যমে বিরাট এলাকায় এই মাছ ছড়িয়ে পড়ার সুযোগ নেই , সেখানেই সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ সমীক্ষার পরে , এই মাছের ব্যবহার নিরাপদ । কোনও কোনও জায়গায় জলাশয় – নদীতে প্রাকৃতিক ভাবেই গাপ্পি মাছ সংখ্যায় বেশি – যেমন ত্রিনিদাদ , হাওয়াই , ব্রাজিল ইত্যাদি । আবার কোনও কোনও স্থানে এই মাছের কোনও অস্তিত্বই নেই প্রাকৃতিক কারণে । সেসব জায়গায় এই মাছের বেলাগাম ব্যবহার জীববৈচিত্র্য ধ্বংস করতে পারে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করতে পারে ।  








গাপ্পি মাছের উপকারিতা

গাপ্পি মাছের প্রকারভেদ


গাপ্পি মাছের খাবার কি


গাপ্পি মাছের খাবার

গাপ্পি মাছের প্রজনন



মশা মারা


মশা মারার উপায়






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...