সোমবার, ১১ মে, ২০২০

বিমূর্ত

নিতাই গুহ একজন পেশাদার বিখ্যাত ফটোগ্রাফার দেশি- বিদেশি অসংখ্য পুরস্কার আছে তার ঝুলিতে বিজ্ঞাপন চলচ্চিত্রের স্থিরচিত্র তোলার কাজে তিনি সদাই ব্যস্ত থাকেন তার মধ্যেই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েন ইতিউতি যে দৃশ্য আলাদা করে আর পাঁচ জনের চোখে ধরা দেয় না , তার মধ্যে থেকেই তিনি নিজের ছবির বিষয়বস্তু খুঁজে নেন অ্যাকাডেমি অব ফাইন আর্টস , গগনেন্দ্র প্রদর্শন কেন্দ্রে তার ছবির নিয়মিত প্রদর্শনী হয় অধিকাংশ ছবিই চড়া দামে কিনে নেন শহরের দামী মানুষেরা , এবং কর্পোরেট হাউজগুলি সেই সব ছবি তাঁদের ঘরের অন্দরসজ্জার শ্রী বৃদ্ধি করে আজ সকালে তিনি নোনা চন্দনপুকুর বাজারে এসেছেন দামী ডি এস এল আর - টা কাঁধের ঝোলা ব্যাগে ঢোকানো ফতুয়া আর পায়জামা পরা নিতাইবাবুকে আপাতত দরদাম করতে ব্যস্ত অন্যান্য গৃহস্থদের থেকে আলাদা করে চিনে নেওয়ার উপায় নেই কিন্তু তাঁর ছবি - সন্ধানী চোখ হাঁটার পথে দু'দিকে সমানে খুঁজে চলেছে ছবির বিষয় তরিতরকারির বাজার পেরিয়ে এবার তিনি ঢুকেছেন মাছের বাজারে সেখানেই তাঁর জহুরীর চোখ আটকে গেলো একজায়গায় এক রুই মাছ বিক্রেতা লোকের চোখ টানতে , একটা পাকা রুইয়ের মুড়ো সামনে বাল্বের নিচে আলাদা করে সরিয়ে রেখেছে , আর মাছের মণিতে গেঁথে দিয়েছে তিনটে জ্বলন্ত ধূপ কাঠি তিনটে কাঠির মুখ তিন দিকে অত্যুজ্জ্বল আলোর নিচে মাছের মুড়ো থেকে এঁকেবেঁকে ধোঁয়ার রেখা উঠছে একদম অন্যরকম একটা দৃশ্যকল্প নিতাইবাবুর মন মস্তিষ্ক চঞ্চল হয়ে উঠলো এই ছবিটাই তাঁর চাই ছবির ক্যাপশনও তাঁর ভাবা হয়ে গেছে --- সেলেব্রেশন অব ডেথ মৃত্যুর উদযাপন আজকের বাজারে এই ছবি ভালো খাবে লোকে কিন্তু এই মাছওয়ালাটারও তো কিছু প্রাপ্য হয় এই নান্দনিকতার স্বত্বাধিকারী আসলে তো ওই ভাবনাটা তো ওরই অতএব কোনও দরকার ছাড়াই নিতাই গুহ এক কেজি মাছ কিনলেন লোকটা আঁশ ছাড়িয়ে মাছ কাটতে কাটতে দেখলো বাবুটা একটা দামী ক্যামেরার পর্দায় মুড়োটার ছবি দেখছে নানা দিক থেকে , এগিয়ে - পিছিয়ে লোকটার মাথা ঠিক আছে তো

 https://sankhamanigoswami.blogspot.com/2020/05/pub-9792609886530610_10.html















 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...