শুক্রবার, ৮ মে, ২০২০

২৫ বৈশাখ । হে নূতন...


"এই যে ঊনসত্তরের " ----- বিশ্ব জুড়ে মানব ইতিহাসের বৃহত্তম লকডাউন চলাকালীন মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের 'রক্তকরবী' এই সম্বোধনটি সারা বিশ্ব থেকে রাজ্য , অষ্টপ্রহর করোনা ভাইরাসের ব্যাপ্তি এবং মোকাবিলা সম্পর্কে কতগুলো সংখ্যা নাচছে চোখের সামনে পেট্রোল পাম্পে তেল ভরার সময় যেমন মনিটরে চোখের পলকে কতগুলো সংখ্যা বদলে যায় , ব্যাপারটা দাঁড়িয়েছে একদম সেরকম মোট করোনা আক্রান্ত - করোনার প্রকোপে মৃত এবং সর্বোপরি অতিমারির আবহেও করোনাজয়ী --- এই তিন ধরণের পরিসংখ্যানের মধ্যে সর্বক্ষণ থাকতে থাকতে কেন যেন মনে হচ্ছে , আসলে ওই সম্বোধনের মতই আমাদের আদতে কোনও ব্যক্তিপরিচয় নেই , নাম -পদবি নেই , আমরা এখন শুধুমাত্র কতগুলো সংখ্যা সবার অলক্ষ্যে কেউ যেন যোগীন্দ্রনাথ সরকারের ছড়াটি আবৃত্তি করে চলেছে ---- হারাধনের দশটি ছেলে , রইল বাকি... ... ...! 
    পাশাপাশি এ কথাটাও মনে করলে বুকে বল পাওয়া যায়, যে গোটা বিশ্বের নিরিখে করোনায় মোট মৃতের সংখ্যার দশগুণ এবং আমাদের দেশে ছ’গুণ রোগী সুস্থ হয়ে উঠছেন । সঙ্কটের সময় বলেই বোধহয় --- “আকাশ ভরা সূর্য তারা , বিশ্ব ভরা প্রাণ / তাহারই মাঝখানে আমি পেয়েছি , পেয়েছি মোর স্থান / বিস্ময়ে তাই জাগে , জাগে আমার গান” ---- এই লাইনগুলোকে খুব প্রাসঙ্গিক মনে হয় । এই যে আমার কল্পনাতীত বিরাট একটা ব্যাপার আমি প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছি , এটাই তো একটা দারুণ অভিজ্ঞতা । কবিগুরুর পদাঙ্ক অনুসরণ করে তাই আমি আশাবাদী । আশাবাদী নন্দিনী এই মৃত্যুপুরীতে প্রাণের জোয়ার আনবেই । সাথে পাবে রঞ্জন , বিশু পাগল আর কিশোরকে ।





রবীন্দ্রজয়ন্তী 
২৫ শে বৈশাখ

ফিচার প্রতিবেদন


ফিচার সংবাদ

ফিচার নিউজ


ফিচার পাতা

ফিচার লেখা


news feature article


news feature story


news feature example



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...