যখন ছবিটা তোলার চেষ্টা করছিলাম , সারমেয়টি বারবার ছানাগুলোকে আগলে সরে সরে যাচ্ছিল আর মৃদু বকা দিচ্ছিলো । তারপর যখন বুঝলো , কোনও ক্ষতি করতে চাইছিনা , তখন একটু নিশ্চিন্ত হয়ে সপরিবারে গুছিয়ে বসলো । ভেবে দেখলে ছবিটা তোলাই উচিত নয় । এটা এই মা কুকুরটির ভীষণ ব্যক্তিগত মুহূর্ত । কিন্তু ও যে মনুষ্যেতর আর আমি (অ)সভ্য মানুষ । তাই এটুকু সুযোগ তো নেবই ! কয়েক মাস আগে টি ভি -তে কোনও এক পর্যটকের তোলা এক মর্মস্পর্শী ভিডিও ফুটেজ দেখেছিলাম । টাইগার সাফারিতে বেড়িয়ে ওঁরা এক বাঘিনীর দেখা পেয়েছিলেন । ঠিক এই অবস্থায় । অত্যুৎসাহে জিপের পেছন দিকটা বাঘিনীর একেবারে কাছে চলে এলে সে প্রথমে গর্জন করে বিরক্তি জানায় । কিন্তু এমন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় দেওয়ার লোভ আর কে- ই বা ছাড়তে চায় । তাই জিপ একচুলও নড়লো না । ফলস্বরূপ কয়েক মুহূর্ত পরে হঠাৎই বাচ্চাগুলোকে ঝোপের দিকে ঠেলে , লাফিয়ে ছবি শিকারীদের ওপর ঝাঁপিয়ে পড়তে গেলো মা- বাঘ । ড্রাইভারের দক্ষতায় ব্যর্থ হল বটে , কিন্তু তাড়া করে গেল বহুক্ষণ পর্যন্ত । গাড়ির গতিকে সে তখন প্রায় ছুঁয়ে ফেলেছে । বাঘিনীর সেই রাগত , হিংস্র মুখ ভোলার নয় ।
বন্যেরা বনে সুন্দর, দুনিয়ার সব শিশু মাতৃক্রোড়ে । নবজাতকের লালনপালনের ক্ষেত্রে চিকিৎসকেরা যে পরামর্শ দিচ্ছেন , নীরবে সেই বার্তাই কি দিচ্ছেনা কুকুরটি ? কিংবা মা বিড়ালটি ?
ফিচার প্রতিবেদন
ফিচার সংবাদ
ফিচার নিউজ
ফিচার পাতা
ফিচার লেখা
news feature article
news feature story
news feature example










কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.