বাঙালির পায়ের তলায় সর্ষে । মন একবার চলো যাই বললেই হল ! তারপর শুধু হুট বলতে ছুটে বেরিয়ে পড়া , কখনও বা দিকশূন্যপুরে ! আর বেড়াতে গিয়ে নিরাপদে থাকা আর সাধ্যের মধ্যে মনমত আশ্রয়ের খোঁজ কে না করে ? বিশেষত , গয়ার মত তীর্থস্থানে , যেখানে পাণ্ডাদের দৌরাত্ম্যের কথা সর্বজনবিদিত । শুধু তাই বা কেন , দক্ষিণ ভারতে , মুম্বইয়ে চিকিৎসা করাতে যান যারা তাদেরও কাজে আসবে এই বইটি । দিল্লিতে ভারত সেবাশ্রম সঙ্ঘে থাকার সময় একবার কলকাতার 'বহুরূপী ' নাট্যদলের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল । কুমার রায় , দেবেশ রায়চৌধুরীদের সঙ্গে একই ছাদের তলায় ছিলাম আমরা । তাজমহল দেখতে যাবার দিন অনিবার্য কারণে ফিরতে ফিরতে রাত দেড়টা হয়ে গেল । ভাগ্যিস ওঁদের ফোন নম্বরটা সাথে ছিল । তাজমহল থেকে বেরিয়েই আমরা ফোন করে দিয়েছিলাম । দু' একবার ডাকতেই ওঁরা গেট খুলে দিলেন , নইলে দিল্লির ওই শীতের রাতে খুব বিপদে পড়তে হত আমাদের । আবালবৃদ্ধবনিতা সমস্ত পর্যটকদের কথা মাথায় রেখেই কলকাতা বইমেলা - ২০১৯ -এ ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে প্রকাশিত হয়েছে 'ভ্রমণ' নামক বইটি । কাশ্মীর থেকে কন্যাকুমারীকা হয়ে পোর্ট ব্লেয়ার পর্যন্ত এবং বিদেশেও (লন্ডন , গায়না - দক্ষিণ আমেরিকা , নিগ , ত্রিনিদাদ , নিউ ইয়র্ক , শিকাগো , ইলিনয় , নিউজার্সি , কানাডা , ওনটারিও , ফিজি) যে সব জায়গায় ভারত সেবাশ্রম সঙ্ঘের শাখা রয়েছে , এবং থাকার ব্যবস্থা রয়েছে , সেখানকার ঠিকানা - ফোন নম্বর - ফ্যাক্স নম্বর - ই মেল আই ডি ইত্যাদি অত্যন্ত প্রয়োজনীয় সমস্ত তথ্য এই বইয়ে পরিবেশিত হয়েছে যত্ন সহকারে । পৃষ্ঠার মান , প্রচ্ছদ , ছাপা ও লেখার সঙ্গের আলোকচিত্রগুলিও চোখ টানে । বইটি লিখেছেন স্বামী সারস্বতানন্দ । বইটির দাম দেড়শ টাকা । প্রকাশক জানাচ্ছেন , দেশের সর্বত্র বই পাঠানো হয় । বইয়ের দাম এবং ডাকব্যয় বাবদ পঞ্চাশ টাকা দিয়ে মোট টাকা পোস্ট অফিস থেকে ই এম ও করে পাঠালে রেজিস্টার্ড পোস্টে সংশ্লিষ্ট ঠিকানায় বই পাঠিয়ে দেওয়া হবে ।
বিহার , উত্তরপ্রদেশ
, ওড়িশা , উত্তরাখণ্ড , হরিয়ানা , দিল্লি , ঝাড়খণ্ড , মধ্যপ্রদেশ , অসম , মেঘালয় , অরুণাচলপ্রদেশ , নাগাল্যান্ড , মহারাষ্ট্র , গুজরাত , ছত্তিসগড় , তামিলনাড়ু , কর্ণাটক , কেরালা , অন্ধ্রপ্রদেশ
, জম্মু- কাশ্মীর , ত্রিপুরা , রাজস্থান , আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জ , এবং পশ্চিমবঙ্গ ----- প্রভৃতি রাজ্যে এই প্রতিষ্ঠানের যে সব এক বা একাধিক শাখা রয়েছে , সেখানে থাকার সমস্ত প্রয়োজনীয় তথ্য ও অতিথিশালার ছবিগুলি বইয়ের দু' মলাটের মধ্যে সঙ্কলিত হয়েছে । রয়েছে নেপাল , বাংলাদেশের মত পড়শি দেশের শাখার যাবতীয় তথ্যও । সবমিলিয়ে পর্যটক এবং তীর্থযাত্রীদের সংগ্রহে রাখার মত বইটি পেতে যোগাযোগ করতে হবে ---------- প্রকাশক ঃ স্বামী সারস্বতানন্দ , ভারত সেবাশ্রম সঙ্ঘ , ২১১, রাসবিহারী এভিনিউ , কলকাতা - ৭০০০১৯ । মোঃ - ৯২৩১৮৭৮১১১/ ৯০৮৮৯৬৫৮১৮ । ই মেল ঃ swamisaraswatananda@gmail.com
এবং সঙ্ঘের সব শাখা কার্যালয়ে ।
Bharat Sevashram Sangha
ফিচার প্রতিবেদন
ফিচার সংবাদ
ফিচার নিউজ
ফিচার পাতা
ফিচার লেখা
news feature article
news feature story
news feature example

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.