ভূপেন হাজারিকার গানটা মনে পড়ে যায় --- "মানুষ মানুষেরই জন্যে , জীবন জীবনেরই জন্যে , একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা , ও বন্ধু ...।" সকালে কাজে বেরোতে হয়েছে । চড়া রোদ , ভীষণ গরম । তেষ্টায় গলা শুকিয়ে কাঠ । পরিচিত কারও বাড়িতে গিয়ে একটু জল খেতে চাইলেন । তিনি ঠাণ্ডা জল তো এগিয়ে দিলেনই , সঙ্গে দু'টো বাতাসাও দিলেন , কারণ রোদে পুড়ে এসে খালি পেটে জল খেতে নেই , দিতেও নেই । দীর্ঘকাল ধরে প্রচলিত সামাজিক সংস্কার । ব্যারাকপুর রেলওয়ে স্টেশন পোস্ট অফিস কর্তৃপক্ষ সেই কথাটাই মনে রেখেছেন শুধু । লেখালিখির জন্য একটা কাঠের টেবিল , আর তার ওপর সরার ঢাকনা দেওয়া , কল লাগানো একটা মাটির কলসি , তার পাশে পরিষ্কার ও স্বচ্ছ মুখ বন্ধ কৌটোয়ে সাদা বাতাসা আর জলের বোতলের ব্যবস্থা রেখেছেন বারান্দায় , যেখানে গ্রাহকেরা অপেক্ষা করেন , এবং যে গ্রাহকদের সিংহভাগই প্রবীণ নাগরিক , যারা এই অস্বাভাবিক গরমে বাধ্য হয়ে সকালে কাজে বেরিয়ে প্রায়ই অসুস্থ হয়ে পড়ছেন।
হয়ত আপাতভাবে তুচ্ছ ব্যাপার , সামান্য খরচ , সামান্য আয়োজন , কিন্তু তবু পোস্ট অফিসটির এই আন্তরিক উদ্যোগে খুশি হচ্ছেন সবাই । এই সামান্য , স্বাভাবিক বিষয়গুলিই তো এখন প্রায় অবলুপ্ত ।
অন্য পোস্ট অফিসগুলিতেও এমন ব্যবস্থা রয়েছে কিনা দেখতে , শহরের সবগুলি উপ ডাকঘরে ঘুরলাম । (ঘোষ পাড়া রোড , তাল্পুকুর , পান পাড়া , আনন্দপুরী , নোনা চন্দনপুকুর ।) একমাত্র ঘোষ পাড়া রোডে জেনারেটরের ওপর দু'টি জলের বোতল দেখা গেলো । আর দেওয়াল ঘেঁষে মুখবন্ধ অনেকগুলি জলের বড় জার রাখা রয়েছে শুধু । অন্যগুলিতে এটুকুও নেই । অথচ ব্যাঙ্কগুলিতে কিন্তু শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রয়েছে ।
জল - বাতাসার শীতল শান্তিটুকু উপহার দেওয়ার জন্য তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাধুবাদ প্রাপ্য ।
ফিচার প্রতিবেদন
ফিচার সংবাদ
ফিচার নিউজ
ফিচার পাতা
ফিচার লেখা
news feature article
news feature story
news feature example

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.