রবিবার, ১০ মে, ২০২০

ডাকঘরে জলপান


ভূপেন হাজারিকার গানটা মনে পড়ে যায় --- "মানুষ মানুষেরই জন্যে , জীবন জীবনেরই জন্যে , একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা , বন্ধু ..." সকালে কাজে বেরোতে হয়েছে চড়া রোদ , ভীষণ গরম তেষ্টায় গলা শুকিয়ে কাঠ পরিচিত কারও বাড়িতে গিয়ে একটু জল খেতে চাইলেন তিনি ঠাণ্ডা জল তো এগিয়ে দিলেনই , সঙ্গে দু'টো বাতাসাও দিলেন , কারণ রোদে পুড়ে এসে খালি পেটে জল খেতে নেই , দিতেও নেই দীর্ঘকাল ধরে প্রচলিত সামাজিক সংস্কার ব্যারাকপুর রেলওয়ে স্টেশন পোস্ট অফিস কর্তৃপক্ষ সেই কথাটাই মনে রেখেছেন শুধু লেখালিখির জন্য একটা কাঠের টেবিল , আর তার ওপর সরার ঢাকনা দেওয়া , কল লাগানো একটা মাটির কলসি , তার পাশে পরিষ্কার স্বচ্ছ মুখ বন্ধ কৌটোয়ে সাদা বাতাসা আর জলের বোতলের ব্যবস্থা রেখেছেন বারান্দায় , যেখানে গ্রাহকেরা অপেক্ষা করেন , এবং যে গ্রাহকদের সিংহভাগই প্রবীণ নাগরিক , যারা এই অস্বাভাবিক গরমে বাধ্য হয়ে সকালে কাজে বেরিয়ে প্রায়ই অসুস্থ হয়ে পড়ছেন। 

হয়ত আপাতভাবে তুচ্ছ ব্যাপার , সামান্য খরচ , সামান্য আয়োজন , কিন্তু তবু পোস্ট অফিসটির এই আন্তরিক উদ্যোগে খুশি হচ্ছেন সবাই এই সামান্য , স্বাভাবিক বিষয়গুলিই তো এখন প্রায় অবলুপ্ত  
অন্য পোস্ট অফিসগুলিতেও এমন ব্যবস্থা রয়েছে কিনা দেখতে , শহরের সবগুলি উপ ডাকঘরে ঘুরলাম (ঘোষ পাড়া রোড , তাল্পুকুর , পান পাড়া , আনন্দপুরী , নোনা চন্দনপুকুর ) একমাত্র ঘোষ পাড়া রোডে জেনারেটরের ওপর দু'টি জলের বোতল দেখা গেলো আর দেওয়াল ঘেঁষে মুখবন্ধ অনেকগুলি জলের বড় জার রাখা রয়েছে শুধু অন্যগুলিতে এটুকুও নেই অথচ ব্যাঙ্কগুলিতে কিন্তু শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রয়েছে
জল - বাতাসার শীতল শান্তিটুকু উপহার দেওয়ার জন্য তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাধুবাদ প্রাপ্য




www.httpssankhamanigoswami.xyz





ফিচার প্রতিবেদন


ফিচার সংবাদ

ফিচার নিউজ


ফিচার পাতা

ফিচার লেখা


news feature article


news feature story


news feature example









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...