মানিব্যাগ
সওয়া আটটা নাগাদ দার্জিলিং মেল সবে এসে পৌঁছেছে
নিউ জলপাইগুড়িতে । জলপাইগুড়ি যাওয়ার লোকাল ট্রেন এন জে পি- হলদিবাড়ি সেই সাড়ে ন’টায়
। যারা দুদ্দাড় করে ব্যস্ত হয়ে ট্রেন থেকে নেমে গেল , অচ্যুত তাদের দলে ভিড়ল না । হাতে
অনেক সময় আছে , সবাই নেমে যাক , তারপর ধীরেসুস্থে নামলেই চলবে । বাথরুম থেকে বেরিয়ে
অচ্যুত দেখল কামরা ফাঁকা হয়ে গেছে । সে ছাড়া আর দ্বিতীয় কোনও প্রাণী চোখে পড়ছে না
, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত তাকালে । ট্রেন থেকে নামার আগে বার্থের উপর-নীচ শেষবারের
মত চোখ বুলিয়ে নামা অচ্যুতের বরাবরের অভ্যেস । নিয়মমাফিক সেই কাজটা করতে গিয়ে চোখে
পড়ল , উল্টোদিকের আপার বার্থে একটা মোটা মানিব্যাগ পড়ে । এই ভদ্রলোকের সাথে ট্রেনেই
আলাপ হয়েছে , উনিও জলপাইগুড়িই যাবেন । আজকাল ছেলেদের মানিব্যাগ মোটা হয় দু’টি কারণে
---যদি বেশি টাকা থাকে আর যদি গুটখার প্যাকেট ভরা থাকে । অচ্যুত দেখল প্রথমটাই ঠিক
। মানিব্যাগটায় প্রচুর বড় নোট । এখনও তাড়াতাড়ি গিয়ে খুঁজলে ভদ্রলোককে জলপাইগুড়ির ট্রেনে
পাওয়া গেলেও যেতে পারে । আর তিনি যদি বাস ধরার জন্য বেরিয়ে গিয়ে থাকেন , তবে আর কিছু
করার নেই । ব্যাগটা রেল পুলিশের কাছে জমা দিতে হবে । এসব ভাবতে ভাবতেই পাঁচ নম্বর প্ল্যাটফর্মের
দিকে এগোল অচ্যুত । ভাগ্য ভাল , খুব বেশি খুঁজতে হল না । স্বাভাবিকভাবেই নিজের অন্যমনস্কতাকে
দুষে ভদ্রলোক ব্যাগটা ফিরে পেয়ে যারপরনাই খুশি হলেন , বারবার করে ধন্যবাদ দিলেন , ঠিকানা
বিনিময় করলেন ।
বাড়ি ফিরে স্নান করে খেয়েদেয়ে লম্বা ঘুম
দিল অচ্যুত । তারপর ঘুম থেকে উঠে, গেল তাপসদের বাড়ি । তাপস ওর ছোটবেলার বন্ধু । তাপসের
ঘরে ঢুকেই বেজায় অবাক হল অচ্যুত । সকালের সেই ভদ্রলোক ওর ঘরে বসে । উনি তাপসের বিশেষ
পরিচিত , বন্ধুস্থানীয় । ভদ্রলোক নিজেই সবিস্তারে সকালের ঘটনা খুলে বললেন তাপসকে ।
সবটা শুনে কপট গাম্ভীর্য বজায় রেখে তাপস অচ্যুতকে বলল --- “তুই একটা ইডিয়েট ! ব্যাগটা
ফেরত দেওয়ার আগে কয়েকটা নোট সরিয়ে রাখতে পারলি না ! তাহলে বিকেলের ফিস্টটা বেশ জমিয়ে
হত !”
কথা শেষ হতেই হো হো করে হেসে উঠল তিনজনই
। আর অচ্যুত বুঝল , পৃথিবীটা সত্যিই গোল । নইলে এই ভদ্রলোকের সাথে আজই, এত বড় একটা
শহরে দেখা হওয়া , পরিচয় হওয়া --- এ যে একেবারে সমাপতনের ঠাকুরদা ! এমনটা হয় বলেই আমরা
অবাক হওয়ার আনন্দটা পেতে ভুলে যাই না ।
----------------------
https://sankhamanigoswami.blogspot.com/2020/11/pub-9792609886530610_37.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.