শনিবার, ২১ নভেম্বর, ২০২০

ব্যারাকপুর মেলা ২০২০


"এখানে আমার চেয়ে বয়সে বড় কেউ আছেন কি ? যদি থাকেন , তবে তিনি আমার প্রণাম নেবেন ।"  – একথা বলেই ব্যারাকপুর মেলা ২০২০ – এর উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে বক্তব্যে ইতি টানলেন বর্ষীয়ান অভিনেত্রী , আম বাঙালির কাছে চারুলতা , মাধবী মুখোপাধ্যায় । মেলা শুরু হয়েছে ৪ জানুয়ারি , চলবে ১০ জানুয়ারি পর্যন্ত । স্টেশন সংলগ্ন দেবশ্রী সিনেমা হল প্রাঙ্গণে ব্যারাকপুর পুরসভা আয়োজিত এই মেলার উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ । মঞ্চে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস , ব্যারাকপুর তথা উত্তর চব্বিশ পরগণা গবেষক কানাইপদ রায় , জাতীয় শিক্ষক তুষার সামন্ত , অধ্যাপক – গবেষক অপূর্বকুমার দে প্রমুখ । প্রতিদিন মেলা চলবে বেলা দুটো থেকে রাত ন’টা পর্যন্ত । মেলায় স্বনির্ভর গোষ্ঠীর একাধিক স্টল আছে , আছেন গ্রাম থেকে আসা হস্তশিল্পীরাও । খাবারের স্টলের মধ্যে আছে চন্দননগরের জলভরা ও অন্যান্য মিষ্টির দোকান । এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান , সেমিনার ও মৎস্য প্রদর্শনী চলবে প্রতিদিন । জনসচেতনতা বৃদ্ধি করতে মেলা চলাকালীন মাইকে লাগাতার প্রচার চলছে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারের বিরুদ্ধে ।
 




















শুধোল ,

আমাদের গেছে যে দিন ,

একেবারেই কি গেছে ?

কিছুই কি নেই বাকি ?

একটুকু রইলেম চুপ করে ,

তারপর বললেম ,

রাতের সব তারাই আছে

দিনের আলোর গভীরে ।“

(হঠাৎ দেখা , রবীন্দ্রনাথ ঠাকুর)

 

চারুলতা ২০২০ । ৪ জানুয়ারি ব্যারাকপুর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মাধবী মুখোপাধ্যায় । মেলার উদ্বোধন করেছেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ ।




 













পটচিত্র শিল্প,হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ,হস্তশিল্প মেলা ২০২১,হস্তশিল্প প্রোডাক্ট,হস্তশিল্প মেলা,হস্তশিল্প তৈরি,হস্তশিল্প,পাটজাত হস্তশিল্প,বাংলাদেশের হস্তশিল্প,handicrafts with waste material,handicrafts with paper,handicrafts at home,handicrafts of india,handicrafts with newspaper,handicrafts with wool,handicrafts with cardboard,handicrafts of rajasthan,handicrafts for kids,wall hanging handicrafts and handlooms,handicrafts with woolen thread







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...