বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

বাতিল

 

বাতিল

 

      অর্পণ ইংরেজি মাধ্যমে পড়া ছেলে । ভাল ছাত্র ছিল ও , পড়ার চাপেই কিছু মানসিক সমস্যা , বলা ভাল মানসিক জড়তা দেখা যায় ওর । কথায় বলে বিপদ কখনও একা আসে না । অল্প দিনের ব্যবধানে অর্পণের বাবা – মা দু’জনেই গত হলেন । দেখার মত ছিল এক দিদি । সেও সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছে মাস দুয়েক আগে । দুনিয়ার নিয়ম মেনেই অর্পণের ঠাঁইনাড়া হতে সময় লাগেনি । না খেতে পেয়েই মরত , যদি না পাড়ার সাইকেল সারাইওয়ালা ওকে নিজের দোকানের কাজে ডেকে নিতেন ।

        টোটো এসে দাঁড়িয়েছে একটা দোকানের সামনে , চাকায় পাম্প দিতে হবে । কিছু লোক প্রয়োজনের থেকে বেশি অপ্রিয় সত্যি কথা বলে ; টোটো চালকও তেমনি । উপযাচক হয়ে বলল --- “কাকা , অসহায় ছেলেটাকে দিয়ে ফালতু খাটিয়ে নিচ্ছো । দু’চাকার কাজ শিখে ও কি করে খেতে পারবে এই বাজারে ?” এইসব লোকের সাথে কথা বাড়ানোর মানে হয়না , তবুও কাকা বললেন --- “দু’বেলা দু’মুঠো খাওয়ার ব্যবস্থা তো করতে পারবে , শিয়াল – কুকুরের মত তো এঁটো খুঁটে খেয়ে বাঁচতে হবেনা । সেটুকুই বা কম কী বল !”

         চড়া রোদ উঠেছে আজ । ফ্রি – হুইল খোলার যন্ত্রটা অর্পণকে আনতে বললেন কাকা । চোখের সামনে থাকা জিনিসটা অর্পণ কিছুতেই খুঁজে না পাওয়াতে আর মেজাজ সামলাতে পাড়লেন না প্রবীণ মানুষটি । মুখ দিয়ে বেরিয়ে গেল --- “তোর দ্বারা কিস্যু হবে না । তোর মরে যাওয়াই ভাল ।“

         আবারও বোঝা গেল , যারা বাতিলের খাতায় চলে যায় , সমাজের কাছে তাদের কোনও দাম নেই । করোনাকালে আরওই বেশি করে নেই ।

                                -------------------------

https://sankhamanigoswami.blogspot.com/2020/11/pub-9792609886530610_30.html





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...