শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

আলোর সেতু

আমার ছোটবেলা কেটেছে জলপাইগুড়ি শহরে । সেখানকার সওদাগর পট্টিতে দেওয়ালির দিন খুব সুন্দর করে, বিশেষ শৈলীতে দোকান সাজানো হত সন্ধেবেলায় । দু'টো করে কলাগাছ কাছাকাছি দাঁড় করিয়ে, তাদের মধ্যে কলার খোল দিয়ে একাধিক সেতু তৈরি করে , তার উপরে অনেকগুলো মাটির প্রদীপ জ্বালিয়ে, বসিয়ে দেওয়া হত । এখনও হয় শুনেছি । এইভাবে প্রত্যেকটা দোকানের সামনে, একাধিক কলাগাছ দিয়ে, আলোর তোরণ তৈরি করা হয় । গোটা এলাকা এইভাবে সেজে ওঠে । আঁধার ঘনালে কলাগাছের নরম সবুজ পাতার উপরে মাটির প্রদীপের সোনালি আলো পড়ে , এলাকার পরিবেশ মায়াবী হয়ে ওঠে । যাঁরাই দীপাবলির দিন সওদাগর পট্টির কোনও দোকানে আসেন , তাঁদের মিষ্টিমুখ করানো হয় , লাড্ডু বিতরণ করা হয় । সবমিলিয়ে সন্ধের আবহটা, দোকানের সামনের রঙ্গোলীর মতই রঙিন হয়ে ওঠে । 




দীপাবলি রচনা

দীপাবলী রচনা


দীপাবলী


দীপাবলীর

দীপাবলীতে


দীপাবলির শুভেচ্ছা ছবি








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

কেরালার বৃহত্তম জিপলাইন adventure sport

  ### কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা, যার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে, সেখানে এ...